টাঙ্গাইলের সখিপুরে সোমবার সন্ধ্যায় পৌর ৯নং ওয়ার্ডে জমি-জমা সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার সন্তানসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, পৌর ৯নং ওয়ার্ডে জাহিদুল ও তার বোন কুলসুমের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে বাবলু মেলেটারি জাহিদুলের বাড়িতে গিয়ে তার স্ত্রী বকুলকে হুমকি-ধামকি দিয়ে আসে। সন্ধ্যায় জাহিদুল(৩০)কে একা পেয়ে বাবলু মেলিটারি ও তার ভাই লাভলু বেধড়ক পিটায়। তাকে ফেরাতে যায় মুক্তিযোদ্ধা কামাল হোসেনের পুত্র বাবুল(৪৫)। এসময় বাবলু ও লাভলু দাড়ালো অস্ত্র দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। দ্রুত আহতদের সখিপুর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি করে
Leave a Reply