গত কাল ১৭ই ফ্রেব্রুয়ারী- মহানন্দপুর বাজার বনিক সমিতির ২জন সদস্য শরিফ ও লুৎফর এর বিরুদ্ধে সড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধনম অনুষ্ঠিত হয়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়- মহানন্দপুর বাজার বণিকের সদস্য শরিফ চা দোকানদার, ও লুফর মাইকের ব্যবসা করে। গত প্রায় ২ মাস পূর্বে আতিক (৫৫) পিতা: ইয়াদ আলী, মহানন্দপুর মান্দাই চালা বসবাস করে। তার স্ত্রীর সাথে কথা কাটি কাটি হয়। যার প্রেক্ষিতে তার স্ত্রী রহস্যজনক ভাবে বিষপানে আতœহত্যা করে। স্ত্রীর আত্মহত্যার দায় নিজের ঘাড়ে পড়বে ভেবে এ সুযুগে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশি শরিফ ও লুৎফরের সাথে স্ত্রীর পরকিয়া সম্পর্ক জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে । যার ফলে গত ক,দিন পুর্বে শরিফ ও লুৎফরকে সখিপুর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গত কাল ১৭ই ফ্রেবুয়ারী এই মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার এর দাবিতে মহানন্দপুর বণিক সমিতিসহ এলাকার প্রায় দুহাজার মানুষ রাস্তায দাড়িয়ে মানব বন্ধন করেন। উক্ত মানব বন্ধনে বক্তব্য দেন- মহানন্দপুর বিজয স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান জলিল, হাজী ওসমান গনি, পলাশ চন্দ্র প্রমুখ। বক্তারা সবাই আতিকে মিথ্যা ,সড়যন্দ্রমুলক বানোয়াট, মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দানের আহবান জানান।
Leave a Reply