টাঙ্গাইলের সখিপুরে পরকীয়ার জেরে দুই সন্তানের জননী দুই কূলই হারিয়ে এখন বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে। জানা গেছে, দুই সন্তানের জননী রত্নার স্বামী সুজন দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া থাকেন। এ সুযোগে রত্না তার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী গফুরের ছেলে বখাটে রিপনের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে ।বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়ায় তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে।দুই বছরের পরকীয়ার জের ধরে রত্না প্রেমিক রিপনকে বিয়ের চাপ দিলে রিপন বাড়ী থেকে পালিয়ে যায়।রত্না বিয়ের দাবিতে রিপনের বাড়ীতে গেলে বাড়ীর লোকজন তাকে মারধর করে মোবাইল রেখে বাড়ী থেকে বের করে দেয়। খবর পেয়ে সুজন তার স্ত্রী রত্নাকে রিপন এর নিকট পাঠিয়ে দেওয়ার জন্য বাড়িতে জানিয়ে দেয়। দুই সন্তানের জননী রত্নাএখন দু কুলই হারিয়ে দিশেহারা। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। রত্না জানায় পরকীয়ার কারণে আজ আমি সংসার ছাড়া রিপনকেও খুঁজে পাচ্ছি না।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে সর্বনাশ করছে।নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।রিপনকে ছাড়া আমি বাঁচবো না। এলাকার মাতাব্বর,চেয়ারম্যান ও সখিপুর থানা আমার কোন বিচার করছে না।
Leave a Reply