সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে আগুনে পুড়ে গেছে তুলার গোডাউনসহ দুইটি দোকান। রবিবার সকালে উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটেছে। এতে আক্তার হোসেনের তুলার গোডাউন ও বাদশা মিয়ার অটো মেকানিকের দোকান পুড়ে যায়। সখিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান আলী জানান, সকাল ৭টা ১৫ মিনিটে স্থানীয় একজন ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।এ সময় দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীরা জানায়, তুলা ও অন্যান্য মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ আক্তার হোসেন ও বাদশা মিয়া জানান, আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে
Leave a Reply