সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে রিপাের্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে সখিপুর থানার নবাগত অফিসার -ইনচার্জ(ওসি) একে সাইদুল হক ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় থানার ওসি’র কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান রিপাের্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় ওসি বলেন, বাল্য বিবাহ, মাদক, সমাজের অনিয়ম ও অপরাধ দমনের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের লিখনির কারণেই এখন দেশজুড়ে জোরালাে ভাবে দুর্নীতি বিরােধী অভিযান চলছে। যেকোনাে অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার ঘােষণা দিয়ে তিনি বলেন, সখিপুরকে মাদক বন্ধ করা সহ সকল অসঙ্গতির বিরুদ্ধে কাজ করা হবে। এসব কাজ বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি আগামী ৩০ডিসেম্বর পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ,নিরপেক্ষ হবে এবং ৯টি কেন্দ্রে ৯জন ম্যাজিস্ট্রেট থাকবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় রিপাের্টার্স ইউনিটির সভাপতি মােহাম্মদ শরীফুল ইসলাম, সহ -সভাপতি মো. মতিউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মােস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মাে. জাহিদুল ইসলাম, সদস্য মির্জা সাইদুল ইসলাম সাঈদ, জাহাঙ্গীর আলম, মাে. শাহজালাল, সিরাজুল মামুন ও আ. হামিদ মুকুল উপস্থিত ছিলেন।
Leave a Reply