মোহাম্মদ শরীফুল ইসলাম
টাঙ্গাইলের সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক,স্ট্যাম্প ভেন্ডারদের নির্বাচন জমে উঠেছে। চলছে শেষ মুহুর্তের প্রচার-প্রচারনা,বিভিন্ন কৌশল ও খিচুড়ি খাওয়ার উৎসব। নির্বাচন আগামী শনিবার(০৫ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত । মোট ভোটার ১৬৮জন। আটটি পদে মোট ২০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন মো.শাহআলম।
সখিপুর উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদ নির্বাচন ২০২০খ্রিঃ প্রতিদ্বন্ধিতা করছেন- সভাপতি পদে তিনজন, এরা হলেন-মীর গোলাম হোসেন(চেয়ার),ইউসুব আলী(ছাতা),জাহাঙ্গীর আলম খান(গোলাপ ফুল),সহ-সভাপতি পদে দুইজন এরা হলেন-আশরাফ আলী(দোয়াত কলম),ফজলুর রহমান(হরিণ),সাধারণ সম্পাদক পদে তিনজন,এরা হলেন-আব্দুল লতিফ মিন্টু(আনারস),লুৎফর রহমান(হাতপাখা),রাসেল মিয়া(মোরগ)। সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন,এরা হলেন-জিয়াউর রহমান(টিয়া পাখি),লিয়াকত আলী (টেবিল),শহীদুর রহমান(মাছ)। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন,এরা হলেন-তোফাজ্জল হোসেন(কলসি),মোশারফ হোসেন জাফর(খেজুর গাছ)। কোষাধ্যক্ষ পদে তিনজন,এরা হলেন-ইব্রাহীম মিয়া(মই),হুমায়ুন কবির লিটন(দেয়ালঘড়ি),মিনহাজুর রহমান মিন্টু(তালা)। ধর্ম বিষয়ক সম্পাদক পদে দুইজন,এরা হলেন-মুহাম্মদ শফিকুল ইসলাম(ফুটবল),রফিকুল ইসলাম(প্রজাপতি)। প্রচার ও দপ্তর সম্পাদক পদে দুইজন,এরা হলেন-হানিফ মিয়া(রিক্সা),তারিখ হোসেন খান(মাইক)। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা প্রার্থীগণ ভোটারদের আগামী শনিবার যথাসময়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহবান জানিয়েছেন।
Leave a Reply